কাচঘেরা ঘর। ভেতরে ছোট্ট একটি শিশু। তার নাকে খাবারের ও হাতে স্যালাইনের নল। কাচের বাইরে থেকে দেখা যায়, শিশুটি কাঁদছে কিন্তু তার শব্দ আসছে না। যে ডায়াপারটি পরানো হয়েছে, তাতে ওই ছেলে শিশুটির প্রায় অর্ধেক শরীর ঢেকে গেছে। এভাবেই রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের শিন শিন জাপান হাসপাতালের একটি কক্ষে বেঁচে থাকার সংগ্রাম করছে শিশুটি। গাজীপুরের কাপাসিয়ার একটি গ্রামে ২ এপ্রিল জন্ম হয় শিশুটির। নির্ধারিত সময়ের চার সপ্তাহ আগেই জন্ম তার। বাচ্চাটির ওজন ৬৮৫ গ্রাম, উচ্চতা ১৩ ইঞ্চি। তার হাত-পাগুলো স্বাভাবিকের...

